বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত, দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ অর্থায়নে এক হাজার ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই সকালে উপজেলা পরিষদ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি’র নির্দেশক্রমে উপজেলা বন্যার্ত মানুষের মাঝে সেদ্ধ ও আতব চাউল, সুজি, সেমাই, চিনি, লবণ, তেল, মশলা ও গুড়া দুধ বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, ওসি এমএম ময়নুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী অপু, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।