হেপাটাইটিস ‘বি’ এইডস ভাইরাস থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালী

শেরপুরের সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সংক্রমণের দিক থেকে হেপাটাইটিস বি ভাইরাস এইডস ভাইরাস থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালী। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮% (এক কোটি বিশ লাখ) হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর আরও ২ লাখ ৫০ হাজার নতুন করে আক্রান্ত হচ্ছে।

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে মানুষকে সচেতন করতে শেরপুরের সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ তার নিজের ও সিভিল সার্জন, শেরপুর, ফেসবুকে সকালে একটি সচেতনতামূলক পোস্ট দিয়েছেন।

পোস্টটিতে তিনি উল্লেখ করেন, মূলত নীরব প্রাণঘাতী হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস বি ও সি ভাইরাস দ্বারা আক্রান্ত। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ লাখ ৫০ হাজার প্রতি বছর মারা যায় যা ভয়াবহ এইডস রোগে আক্রান্ত মৃত্যুর চেয়ে অনেক বেশি।

এ রোগটি কিভাবে ছড়ায় এবং এ থেকে মুক্ত থাকতে হলে করণীয়র অংশে বলেন, রক্তরস, লালা, বীর্য ও বুকের দুধের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমিত হয়।

কাজেই এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে হলে অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক শারীরিক সম্পর্ক বা আচরণ পরিহার করতে হবে, রক্ত গ্রহণের আগে রক্তে এই জীবাণুর উপস্থিতি পরীক্ষা করে নিতে হবে, ডিসপসিবল সূঁচ ও সিরিঞ্জ ব্যবহার করতে হবে, নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকা নিতে হবে এবং সর্বোপরি প্রাণঘাতী হেপাটাইটিস বি ও সি ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজে এবং অন্যকে সচেতন করতে হবে।

সিভিল সার্জন বলেন, করোনার কারণে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে শেরপুরে এবার কোন শোভাযাত্রা বা আলোচনাসভার আয়োজন করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য সহকারীরা এ বিষয়ে সচেতন করতে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

sarkar furniture Ad
Green House Ad