নকলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

শফিউল আলাম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগীতে বন্যার পানিতে ডুবে লাভলু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের আব্বাছ আলীর ছেলে।

চার বন্ধু মিলে ২৪ জুলাই বিকেলে বন্যার পানি দেখতে এসে নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার বাউসা এলাকার জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি সাপের কামড়ে আহত হয়ে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই ভোর ৬টার দিকে মারা যান। তিনি বাউসা এলাকার হুরমুজ আলীর ছেলে।

এদিকে ২৫ জুলাই ভোরে উরফা ইউনিয়নের বিরনের ঘাট এলাকায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ায় পলাশ (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি বারমাইসা এলাকার হুরমুজ আলীর ছেলে।

জানা যায়, পলাশ ২৪ জুলাই দুপুরে বিরনের ঘাটে গোসল করতে যান। পরে সেখান থেকে তিনি নিখোঁজ হন। ২৫ জুলাই ভোরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

sarkar furniture Ad
Green House Ad