খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শেরপুরে মিলাদ

দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বিকালে উপজেলার নয়াগাঁও এলাকায় বিএনপি’র সাইবার উইং কেন্দ্রীয় সংসদ এই দোয়া ও মিলাদের আয়োজন করে।

বিএনপি’র সাইবার উইং কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য সাদ্দামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক আব্দুল মান্নানসহ অনেকেই।

পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad