বন্যা কবলিত এলাকায় নকলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
একদিকে করোনা অন্যদিকে বন্যায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে বানভাসিরা। বন্যাদুর্গত মানুষের হাহাকার ও দুর্ভোগ চলছে। বানের জলে ভাসছে শেরপুরের নকলা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ।
২৪ জুলাই বিকেলে চন্দ্রকোনা ও চরঅস্টধর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নকলা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইতিমধ্যে নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে।