বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোভিড-১৯ এর সংক্রমণ রোধে মুখে মাস্ক না পড়ায় ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ. স. ম. জামশেদ খোন্দকার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনের কাছ থেকে ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

যাদের জরিমানা করা হয় তারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি না মেনে শহরে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও করোনাভাইরাসের সংক্রমন রোধে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন চলবে। মানুষ সচেতন হলেই করোনা থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, এখন থেকে নিয়মিত উপজেলা প্রশাসনের অভিযান চলবে। মাস্ক ছাড়া বের হলেই জেল ও জরিমানা করা হবে। শিশুদেরও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তিনি প্রয়োজন ছাড়া শহরে আসতেও অনুরোধ করেন বকশীগঞ্জবাসীকে।