দেওয়ানগঞ্জ পৌরসভায় দরিদ্ররা পেল চাল, মাস্ক

ভিজিএফের চাল নিজ হাতে বিতরণ করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২২ জুলাই সকালে পৌরসভা থেকে চাল ও মাস্ক বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ হত দরিদ্র ও অসহায় পরিবারের জন্য প্রতি সুবিধা ভোগীর ১০ কেজি হিসাবে ৩০.৮১ মেটিক টন চাল বরাদ্দ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর।

২২ জুলাই সকালে চাল বিতরণের সময় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ স্বাস্থবিধির দিকে লক্ষ্য করে কোন সুবিধাভোগীর মুখে মাস্ক না থাকায় নিজ অর্থায়নে চাল বিতরণের আগে মাস্ক বিতরণ করেন।

মেয়র শাহনেওয়াজ শাহান শাহ দরিদ্রদের বলেন, সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। রোগ আপন নয় একথা মাথায় রাখতে হবে। সরকার যে পরিমাণ চাল বরাদ্দ দিয়েছেন সবাই পাবেন। আমার পৌর শহরে কেউ বাদ থাকবে না। কম হলে আমার নিজ অর্থায়নে চাল দেবো।

বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম, পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু প্যানেল মেয়র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, মডেল থানার এসআই শিব্বির আহাম্মেদ।