নকলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ২১ জুলাই সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।