বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২০ জুলাই দুপুরে পৌরসভা থেকে ৪ নম্বর ওয়ার্ড চরকালিকাপুর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা চাল ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও ২০০ পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল এবং কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন।
এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।