সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে শুকনা খাবার বিতরণ করা হয়। ১৯ জুলাই দিনব্যাপী ৫ শতাধিক বানভাসি মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।
জানা যায়, উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ। বাড়ি ঘরে পানি উঠায় অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ১৯ জুলাই দিনব্যাপী চর সরিষাবাড়ী, হেলেঞ্চাবাড়ী, বড় বাড়ীয়া, কামরাবাদ স্কুল আশ্রয় কেন্দ্রসহ পৌর এলাকার বিভিন্ন গ্রামে ৫ শতাধিক মানুষের মাঝে ওই সব খাবার বিতরণ করা হয়েছে।
এসব খাবারের মধ্যে ছিল দেড় কেজি চিড়া, এক কেজি মুড়ি, আধা কেজি গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি ও শিশু খাদ্য। এছাড়া এসিআই গোদরেজের ২৫ কেজির ক্যাটল ফিড গরু পালনকারী কৃষকদের দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহিদ নাইম, উপজেলা যুবলীগের সদস্য সাখাওয়াতুল আলম মুকুল, ছাত্রলীগ নেতা শরিফ আহম্মেদ নিরব প্রমুখ।