শেরপুরে ডুবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাব্বী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডুবার পানিতে পড়ে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই সকালে পৌরশহরের তাঁতিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বী আরিফ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সাথে রাব্বী বাড়ির পাশে খেলতে যায়। এ সময় সবার অজান্তে রাব্বী পাশের একটি ডুবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ডুবার পানিতে ভাসতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ভারি বৃষ্টির কারণে ওই ডুবাতে পানি জমে। এ দিন শিশুরা ওই ডুবার পাশে খেলতে গেলে রাব্বী পানিতে ডুবে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad