জামালপুরে শহর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ছাত্রলীগ জামালপুর শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘শেখ হাসিনার আহ্বান, তিনটি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

১৮ জুলাই বেলা ১২টার দিকে শহরের মির্জা আজম চত্বরে জামালপুর শহর শাখার ছাত্রলীগের আহ্বায়ক মো. জুয়েলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

কর্মসূচিতে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।

এ সময় মির্জা আজম চত্বর থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার দু’পাশে ২০০টি বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

sarkar furniture Ad
Green House Ad