মাদারগঞ্জে নকল ওষুধ ব্যবসায়ীর এক বছরের জেল, ওষুধ উদ্ধার

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় বালিজুড়ী বাজারে বাবা-মা মেডিসিন কর্ণারে নকল ওষুধ গুদামজাত ও বিক্রিরদায়ে দোকান মালিক মো. জিল্লুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ১৫ জুলাই সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, ওষুধের দোকানটি সিলগালা করা হয়েছে। সেসময় জেলা ওষুধ প্রশাসন সহকারী পরিচালক ও উপজেলা ইউএইচও চিকিৎসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তি জানান, আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। ১৬ জুলাই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

sarkar furniture Ad
Green House Ad