বকশীগঞ্জে টি-২০ সমবায় সমিতিকে টিভি বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দের বন্দ টি-২০ সমবায় সমিতি নামে একটি অরাজনৈতিক সংগঠনের কার্যালয়ে এলইডি টিভি বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে ১৫ জুলাই দুপুরে পৌর এলাকার চন্দের বন্দ এলাকায় অবস্থিত ওই সংগঠনের সভাপতি ছামিউল হক ও অন্যান্য সদস্যদের কাছে এলইডি টিভিটি হস্তান্তর করা হয়।
টিভি হস্তান্তরকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ ও চন্দের বন্দ টি-২০ সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।