কিন্ডারগার্টেনের শিক্ষকরা চায় প্রণোদনা

প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানসমূহ ও শিক্ষক কর্মচারীদের বাঁচাতে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। ১৫ জুলাই সকালে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ছানোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক এম এ রফিক, শিক্ষক রিয়াজুল ইসলাম, আব্দুল জব্বার ও রাশেদা আফরোজ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা সরকার ঘোষিত প্রণোদনায় অন্তর্ভূক্তিকরণ, সহজ শর্তে ঋণ প্রদান, শিক্ষক-কর্মচারীদের রেশন ব্যবস্থার আওতায় আনা এবং কিন্ডারগার্টেনের বাড়িভাড়া মওকুফের দাবি জানান। শিক্ষকরা এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের ৭টি উপজেলার শিক্ষকরা অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad