অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী ১৬ জুলাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুজিবনগর সরকারের বিচারপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৬ জুলাই দ্বাদশ মৃত্যুবার্ষিকী।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা, পৌর, আওনা ইউনিয়ন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের উদ্যোগে ১৬ জুলাই দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে মরহুমের প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানী, এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে প্রয়াত মতিয়র রহমানের ছোট ছেলে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।