সরিষাবাড়ীতে ৭০০টি ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি আটক

আটক মাদক কারবারি দম্পতি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৯ জুলাই বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হয়।

মাদক কারবারিরা হলো বরিশাল জেলার হিজলা উপজেলার কাউনিয়া গ্রামের মো. আব্দুর রউফ সিকদারের ছেলে আব্দুল মান্নান ( ৪০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী কল্পনা আক্তার (২৫)। তারা দুইজনই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাস করে আসছিল।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ও তার স্ত্রী কল্পনা আক্তার আন্তজেলা মাদক কারবারির সদস্য। দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি ব্যবসা করে আসছে। ৯ জুলাই সকালে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে আসে সরিষাবাড়ীতে। জেলার গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে অভিযান চালায় বাউসি পপুলার মোড়ে। এ সময় ইয়াবা ক্রয় বিক্রির সময় হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করলে আব্দুল মান্নানের কাছ থেকে ৫০০ ও তার স্ত্রীর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারি জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি দম্পতিকে ৭০০টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ৯ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয় ।

sarkar furniture Ad
Green House Ad