জামালপুরে এএসপিসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজনসহ ৮ জুলাই জামালপুর জেলায় আরও নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৮ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নয়জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজন, সিভিল সার্জন কার্যালয়ের একজন কেরানি, জামালপুর পৌরসভার কাছারিপাড়ায় আগে আক্রান্ত একজন স্বাস্থ্যসহকারীর স্ত্রী, মিয়াপাড়া এলাকায় একজন ব্যবসায়ী এবং বাগানবাড়ী এলাকায় একজন ও সরদাপাড়ায় এলাকায় ষাটোর্ধ বয়সের একজন নারী করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়া জেলার ইসলামপুর পৌরসভার গাউকুড়া এলাকায় ৫৫ বছর বয়স্ক স্তনক্যান্সারে আক্রান্ত একজন নারী, বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে ঢাকা থেকে বাড়িতে চলে আসা একজন প্রাইভেটকার চালক ও মেলান্দহ পৌরসভার দাগি গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, নতুন শনাক্ত হওয়ায় ব্যক্তিরাসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৪০ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ২২১ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।