ইসলামপুরে ট্রাক্টর-ট্রাক সংঘর্ষ
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা পুরাতন মার্কায কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাইপাস সড়কে ট্রাকটর ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও দেওয়ানগঞ্জ গামী বাসা বাড়ির মাল বুঝাই ট্রাক অপর দিক থেকে আসা ট্রাক্টরটির সংঘর্ষে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়।
স্থানীয়রা জানান, ট্রাক্টরটি বেপরোয়া গতিতে এসে দেওয়ানগঞ্জ গামী ট্রাকটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।