দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত ও দরিদ্র পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ৮ জুলাই সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত ও দরিদ্র ১২০ পরিবারদের ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিড়া ও নুডুলস।

দরিদ্রদের ত্রাণ বিতরণ করেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল। এ সময় তিনি বন্যার্ত মানুষদের কাছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছেন বলে তিনি শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর পূর্বে ইউনিয়নের বানভাসি ও কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ তিনি।

বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা অলিদ মাহামুদ ইউপি সদস্য সুজা মিয়া, আব্দুল মালেক, তারা মিয়া, শফিকুল ইসলাম, মাজেদা বেগম, রেখা খাতুন উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad