দেওয়ানগঞ্জ পৌরসভায় বন্যার্তরা পেল প্রধানমন্ত্রীর উপহার
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় বন্যার্ত ও দরিদ্র পরিবারদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা প্রধানমন্ত্রীর উপহার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ জুলাই দুপুরে পৌরসভা থেকে পৌর শহরের বন্যার্ত ও দরিদ্র শতাধিক পরিবারদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিড়া ও নুডুলস পৌর মেয়র শাহনেওয়াজ শাহেন শাহর সভাপতিত্বে বিতরণ করা হয়।
এছাড়াও কর্মহীন, দরিদ্র বানভাসিদের ১০ কেজি হিসাবে ৫০০ পরিবারদের মাঝে জিআরের বরাদ্দ করা ৫ টন চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু, ট্যাগ কর্মকর্তা ফরিদুজ্জামান, কাউন্সিলর ও পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, কাউন্সির ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।