দেওয়ানগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যা নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সকালে সরকারি গ্রন্থাগার থেকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারদের মাঝে চাল, ডাল, লবণ, তেল, চিড়া ও নুডুলস বিতরণ করেন চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান।

এ সময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের তিনি জানান, আমার ইউনিয়নে কোন বানভাসি মানুষ না খেয়ে থাকবে না। সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে আপনাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

sarkar furniture Ad
Green House Ad