দেওয়ানগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যা নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সকালে সরকারি গ্রন্থাগার থেকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারদের মাঝে চাল, ডাল, লবণ, তেল, চিড়া ও নুডুলস বিতরণ করেন চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান।
এ সময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের তিনি জানান, আমার ইউনিয়নে কোন বানভাসি মানুষ না খেয়ে থাকবে না। সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে আপনাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।