ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ৭ জুলাই দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা ও পাঁচবাড়িয়া এলাকায় বানভাসি ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যমুনা নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।