ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ৭ জুলাই দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা ও পাঁচবাড়িয়া এলাকায় বানভাসি ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যমুনা নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।