ইসলামপুরে অসহায় রোগীরা পেল প্রধানমন্ত্রীর সহায়তার চেক

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মঞ্জুর করা ধর্ম মন্ত্রণালয়ের চেক দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৫ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ৩২ জন অসহায় রোগীর হাতে ১২ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।