ইসলামপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সচেতনতামূলক প্রচার
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা কবলিত এলাকা চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নে জন সাধারণের মাঝে চুরি, ডাকাতি বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা করেছে ইসলামপুর থানা পুলিশ।
৪ জুলাই দিনব্যাপী যমুনার দুর্গম এই দুই ইউনিয়ের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের সাথে বিভিন্ন অপরাধ বিষয় নিয়ে কথা বলেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া।
এ সময় এএসপি মো. সুমন মিয়া বলেন, জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ইসলামপুর থানা পুলিশের নিয়মিত পুলিশি টহলের অংশ হিসেব বন্যা দুর্গত বন্যার্ত মানুষের পাশে থাকবে। তিনি সকল জন সাধারণকে যেকোনো অপরাধ দমনে ইসলামপুর থানা পুলিশের মোবাইল নাম্বারে এবং জরুরী প্রয়োজনে ‘৯৯৯’ নাম্বারে ফোন করে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করেন।
এ সময় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন এলাকার সুধীব্যক্তিরা উপস্থিত ছিলেন।