পরিবহন সংশ্লিষ্টরা পেল ঢাকাস্থ জামালপুর সদর উপজেলা সমিতির সুরক্ষা সামগ্রী

সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ঢাকাস্থ জামালপুর সদর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পরিবহন সেক্টরে করোনা মোকাবেলার জন্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে ঢাকাস্থ জামালপুর সদর উপজেলা সমিতি। ৩ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় জামালপুর কেন্দ্রিয় বাসটার্মিনালে মহানগর কাউন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২ সেট হ্যান্ড স্প্রেয়ার, ২ সেট পিপিই, ২ বাক্স মাস্ক ও এককেজি ব্লিচিং পাউডার। ঢাকাস্থ জামালপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও অন্যান্য নেতৃবৃন্দ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের কাছে সামগ্রীগুলো তুলে দেন।

মাস্ক বিতরণ করেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

উপহার সামগ্রী নেওয়ার পর সেগুলো শ্রমিকদের মাঝে বিতরণ করেন জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যথাক্রমে কার্যকরী সভাপতি এস এম মোসাদ্দেক আলী মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ তোতা, সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম ও কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম মিসুখ এবং মালিক সমিতির কার্যকরী সদস্য মো. শাহীনুর রহমান ও টার্মিনাল কমিটির নেতৃবৃন্দ।