শাহবাজপুরের মাদক কারবারি শ্যামল আটক
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মাদক কারবারি এমদাদুল হক শ্যামলকে (৪০) ২০টি ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। ১ জুলাই বিকেলে সদর উপজেলার পক্ষীমারী এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্যামল শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, এমদাদুল হক শ্যামল দীর্ঘদিন থেকেই স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় মাদকের ব্যবসা করে আসছিল এবং শাহবাজপুর ইউনিয়নসহ আশ-পাশের বিভিন্ন এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।
জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক আব্দুল লতিফের নেতৃত্বে ১ জুলাই বিকেলে সদর উপজেলার পক্ষীমারী এলাকা থেকে মাদক কারবারি এমদাদুল হক শ্যামলকে ২০টি ইয়াবা ও নিবন্ধন বিহীন লাল রঙের একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেলটি অবৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।