দেওয়ানগঞ্জে যমুনার পানি কমছে, চলছে ত্রাণ বিতরণ
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনার পানি ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
উপজেলা থেকে তারাটিয়া সড়ক, হাতীভাঙ্গা থেকে বাঁশতলী সড়ক বিচ্ছিন্ন থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের ১২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, গত তিনদিনে বানভাসি মানুষের মাঝে নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা ও ৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, বন্যায় উপজেলার ২ হাজার ৯৯০ হেক্টর জমির আউশ সবজি পাট বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে। ২ জুলাই দুপুরে চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন জানিয়েছেন উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া জানান, উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয় প্লাবিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর শহরের প্লাবিত এলাকাসহ আশ্রয় কেন্দ্রগুলোতে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার, চাল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।