ইসলামপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন।

তিনি ১ জুলাই দিনব্যাপী উপজেলার চিনাডুলী, বেলগাছা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ২০০ বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরে গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীব এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।