বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সুবিধা ভোগীদের মাঝে ২০১৯-২০ অর্থবছরের টিআর, কাবিখা ২য় পর্যায়ের প্রকল্পের আওতায় সোলার প্যানেল বিতরণ হয়েছে। ১ জুলাই দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহের সভাপতিত্বে অনুষ্ঠানে সোলার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, আছমা আক্তার, দুলেনা বেগম, সহকারী হিসাব রক্ষক শাহিদুল ইসলাম প্রমুখ।