ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে ট্রাকচাপায় কালু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১ জুলাই বিকালে সদর উপজেলার হাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু মিয়া ওই এলাকার মৃত দুলাল হাজীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকালে কালু মিয়া কৃষি কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক কালু মিয়াকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।