৪ কোটি টাকায় হচ্ছে মাদারগঞ্জ পৌরসভার ভবন
জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
৪ কোটি টাকা ব্যয়ে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নিজস্ব পৌর ভবন নির্মিত হচ্ছে। হাসপাতাল সড়কের পাশে ঐতিহ্যবাহী খরকা বিলের মনোরম স্থানে তিনতলা বিশিষ্ট এই নতুন ভবন হচ্ছে। ২৯ জুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরফলক উম্মোচন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র শওকত আলী, নুরুনবী লুলু, পৌরসভার প্রকৌশলী পারেক আহম্মেদ, মাদারগঞ্জ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সস্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুসহ আরও অনেক উপস্থিত ছিলেন ।