হলকারচর গ্রাম বন্যায় প্লাবিত
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
ফুসে উঠেছে যমুনা বাড়ছে পানি তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর সড়ক ও ফসলী জমি। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উচু সড়কে। সংকট দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এনামুল হাসান জানান, বানভাসিদের জন্য নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা ও ২১ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে। আমরা প্লাবিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, বন্যায় উপজেলার ২ হাজার ৯৯০ হেক্টর জমির আউস সবজি পাট বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।