বকশীগঞ্জে হাত ধোয়ার বেসিন স্থাপন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাত ধোয়ার প্লাস্টিকের বেসিন স্থাপন করা হয়েছে।

৩০ জুন উপজেলার মালিরচর মৌলভী পাড়া বাজার ও মালিরচর কমিউনিটি ক্লিনিকে প্লাস্টিকের বেসিনগুলো স্থাপন করা হয়। আরও ১০টি প্লাস্টিকের বেসিন স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে এই দুটি বেসিন স্থাপন করা হয়।

স্থানীয় সাধারণ রোগী ও মৌলভীপাড়া বাজারের মানুষ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বেসিনগুলো ব্যবহার করবেন।