বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন দুপুরে পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ্।
এতে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৩০১ টাকা।
পৌর সচিব নুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ মামুন, মাসুদ রানা, শেখ মাসুদ, আক্কাছ আলী, কর নির্ধারণ জিল্লুর রহমান, টিএলসিসি সদস্য দলিলুর রহমান রহমান ও নবিদেব টিম লিডার সাইফুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ব্যবসায়ী সাংবাদিক সুধীজন পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, টিএলসিসি সদস্যগণ উপস্থিত ছিলেন।