সানন্দবাড়ীতে বন্যা, নিচু এলাকা প্লাবিত
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জিঞ্জিরাম নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে বন্যায় নিচু এলাকা প্লাবিত হয়েছে।
উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ ইউনিয়নে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জিঞ্জিরাম নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে। যার ফলে মরিচ ক্ষেত, রোপা আউশ ধান, পাট, কাউন ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে।
বন্যার পানি বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে ভাঙ্গছে নদী। জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে অনেক পরিবার আজ অসহায়। পানির স্রোতের গতি বাড়ায় ডাংধরা ইউনিয়নে দক্ষিণ গোয়ালকান্দা গ্রাম, সানন্দবাড়ী সেতু পূর্বপাশে ভাঙ্গনে সেতু হুমকির মধ্যে, হাতীভাঙ্গা ইউনিয়নে দক্ষিণ কাঠারবিল গ্রাম নদী ভাঙ্গনে স্বীকার।
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, নদী ভাঙ্গনে আমাদের ক্ষতি যে হচ্ছে তার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে।