বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৫০ জন নারী-পুরুষের মাঝে ২৮ জুন বেলা ১১ টায় মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। এ সময় পরিষদের সচিব বজলুল করিম, ইউপি সদস্য আবদুর রহমান মুন্সী, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, গ্রাম আদালত সহকারী সুমন মিয়া উপস্থিত ছিলেন।