জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরে ২৭ জুন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় একজন পুরুষ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জামালপুরের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন শনাক্ত হওয়া ওই ব্যক্তির বাড়ি জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নে। তিনি ঢাকায় একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের চাকরিজীবী। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৫৪৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২২৬ জন এবং মারা গেছেন আটজন। বর্তমানে ৩০৯ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।