ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে হচ্ছে চারতলা ভবন
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের এক তলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ জুন বেলা ১২টার দিকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ৮৫ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজের মোজাম্মেল হক জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে এ ভবনটির নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করা হবে।
ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, আওয়ামী লীগনেতা শাহীনুর রহমান, আনোয়ার হোসেনসহ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।