শেরপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্যকর্মীসহ নতুন ১০ জন করোনা শনাক্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্যকর্মীসহ নতুন ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৫ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেন করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।

এ সম্পর্কে সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, নালিতাবাড়ীতে ৫ জন, ঝিনাইগাতী ১ জন ও নকলায় ১ জন রয়েছেন। এখন জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩০ জন। আর সুস্থ হয়েছেন ১৩১ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন।

তিনি জানান, ১৭১টি নমুনা পরীক্ষায় ওই ১০ জন করোনা শনাক্ত হন। আর যে মুক্তিযোদ্ধা করোনা শনাক্ত হয়েছেন। তিনি নমুনা পরীক্ষা করতে দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে গেছেন।