নকলায় বৃক্ষ রোপণ করলেন আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম

নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান’ প্রধানমন্ত্রীর নির্দেশিত ও কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে ব্যক্তিগত উদ্যোগে শেরপুরে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু।

২৫ জুন দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ অনেকে।

সৈয়দা উম্মে কুলসুম রেনু বলেন, আমি মুজিববর্ষ উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ওষুধী, বনজ ও শোভা বর্ধন গাছ রোপণ করব। আজ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বৃক্ষ রোপণ অভিযান শুরু করলাম।