দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক হুমকিতে, যান চলাচল বন্ধ

ভাঙন কবলিত দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উজান থেকে নেমে আসা পাহাড়িয়া ঢলে যমুনা ব্রহ্মপুত্র দশানি জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী নৌথানা গুরুত্বপূর্ণ সড়কটি বিচ্ছিন্নের পথে। হুমকির মুখে পড়েছে কাজলাপাড়া এলাকা।

২৫ জুন দুপুরে দেখা গেছে উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া, চর ডাকাতিয়াপাড়া খোলাবাড়ী এলাকা ভাঙ্গনের দৃশ্য। নদীর পানি বৃদ্ধি থাকায় দেওয়ানগঞ্জ খোলাবাড়ীর নৌথানার গুরুত্বপূর্ণ সড়ক ব্রহ্মপুত্র নদে ধসে যাওয়ায় ওই সড়কে মোটসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হুমকির মুখে রয়েছে কাজলাপাড়া গ্রামবাসী। নদী ভাঙ্গন আতংকে রয়েছে ওই গ্রামের মানুষ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী হায়দার জানান, গত কয়েকদিনে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে কাজলাপাড়া পশ্চিম খোলাবাড়ী সড়কটি পানির স্রোতে আংশিক ধসে পড়েছে। আংশিক সড়কটি ধসে পড়লে দেওয়ানগঞ্জ খোলাবাড়ী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ খোলাবাড়ী নৌথানার সাথে দেওয়ানগঞ্জে পৌর শহরের যোগাযোগ বর্ষা মৌসুমেই সড়কটি নদী গর্ভে বিলীনের পথে। এছাড়াও ইউনিয়নের বড়খাল, হাজারীপট্টি, খোলাবাড়ী, চর মাগুরীহাট, কাজলাপাড়া এলাকা নদী ভাঙ্গনে হুমকির মুখে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান, দেওয়ানগঞ্জ খোলাবাড়ী সড়কটি ভাঙ্গনের বিষয় স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপির সাথে কথা হয়েছে। সড়কটি রক্ষার্থে আমার নিজ অর্থায়নে বাঁশের পাইলিং নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান. দেওয়ানগঞ্জ খোলাবাড়ী সড়কটি ভাঙ্গন বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে প্রতিবেদন দেওয়া হয়েছে। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।