জামালপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং এই দুটি রোগ থেকে সুরক্ষা পেতে করণীয় প্রসঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এ সভার আয়োজন করে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান। সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, সুরক্ষা পাওয়ার বিভিন্ন উপায় ও চিকিৎসা পরামর্শসহ সার্বিক আলোচনা করেন।

এ সভা আয়োজনে সহযোগিতা করে ধ্রুব কথাচিত্র নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান। চিকিৎসক, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।