সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে আরও ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। ২২ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেন চিকিৎসক মোবারক হোসেন।
চিকিৎসক মোবারক জানান, এ নিয়ে জেলায় মোট ২১৭ জন করোনা শনাক্ত হলেন। আর সুস্থ্য হয়েছেন ১১৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, নকলায় ১ জন এবং ঝিনাইগাতীতে ১জন রয়েছেন। মোট ৮৪ টি নমুনা পরীক্ষায় ওই ৬ জন করোনা শনাক্ত হন।