সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে একই পরিবারের আরও দুই শিশু করোনা শনাক্ত হয়েছে। এর আগে ওই শিশুদের বাবা করোনা শনাক্ত হন। আক্রান্তদের বাড়ি জেলার নকলা উপজেলায়। ২১ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ।
সিভিল সার্জন জানান, ২৯টি নমুনা পরীক্ষায় ওই দুই শিশু করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১১ জন করোনা শনাক্ত হলেন। আর সুস্থ হয়েছেন ১১২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন।
এখন ৯৯ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর ওই বাড়িগুলো লকডাউন করে রাখা হয়েছে।