বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচরের আধা কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করতে জনগণ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করছে। পাকা রাস্তা থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার এই কাঁচা রাস্তাটি ২০১৯ সালের বন্যায় ভেঙ্গে যায়। এতে যানবাহনসহ স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ হচ্ছিল। রাস্তা মেরামত করার জন্য চেয়ারম্যান মেম্বারদের কাছে ধরণা দিলেও এক বছরেও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
মৌলভীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহেল রানা ২২ জুন সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মেম্বারদের বলে কোন কাজ হয়নি। যাতায়াতে এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামনে বন্যা আসতে পারে, আসলে জনগণকে কষ্ট করতে হবে। তাই আমরা মৌলভীচরের জনগণ স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা রাস্তা মাটি ভরাট করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করেন, আগামী কয়েকদিনের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করতে পারবেন।
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, বরাদ্দ না আসায় সারা ইউনিয়নের ভাঙ্গা রাস্তা মেরামত করা যায়নি।