বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় ২১ জুন দুপুরে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
চারটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেটে দুটি প্রসাধনীর দোকানে নকল পণ্য বিক্রি ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও আরও দুজনকে মাস্ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। এ সময় স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।