বাংলাদেশ বেতারে নিয়োগ পেলেন সাংবাদিক মাকাম
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
সাংবাদিক মো. ফজলে এলাহী মাকাম বাংলাদেশ বেতারের জামালপুর জেলা সংবাদদাতা হলেন।
মো. ফজলে এলাহী মাকাম বর্তমানে এস এ টিভিতে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বিগত দিনে মাই টিভি, দৈনিক সংবাদ, দৈনিক সবুজ দেশ এ কাজ করেছেন।
এছাড়া দৈনিক আজকের জামালপুর এর বার্তা সম্পাদক, সাপ্তাহিক জনতার মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেএম নিউজ ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্তব্যরত রয়েছেন।
তিনি ২০১৩ সালে টেলিভিশন সাংবাদিকতায় অবদানের জন্য ইউনিসেফ নারী ও শিশু সুরক্ষা পুরস্কার ও জেলায় সিটিজেন জার্নালিষ্ট ক্যাটাগড়িতে জেলা প্রশাসন থেকে জেলায় শ্রেষ্ঠ সাংবাদিকতার পুরস্কার পান।
এছাড়া তিনি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট, মনিমেলা খেলাঘর আসর এর সহ-সভাপতি, উদীচী জামালপুর জেলা সংসদের সম্পাদক, রেড ক্রিসেন্ট জামালপুর এর আজীবন সদস্য, যুব রেডক্রিসেন্ট জামালপুর এর সাবেক সাংগঠনিক সম্পাদক, রোটারেক্ট ক্লাব এর সাবেক প্রেসিডেন্ট, বিএনসিসি রমনা রেজিমেন্ট এর সাবেক ক্যাডেট অ্যাডজুটেন্ট ও ক্যাডেট আন্ডার অফিসার, রক্তের বন্ধন এর সদস্য হিসেবে বিভিন্ন সময় সামাজিক ও সেচ্ছাসেবী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।