বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
সারাদেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চিকিৎসক মো. আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন সকালে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
চিকিৎসক আবু আহাম্মেদ সাফীর সভাপতিত্বে বাগেরহাটের চিকিৎসক মো. আব্দুর রকিব হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করেন। মানববন্ধনে উপজেলা হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন।