বকশীগঞ্জে যুবকের আত্মহত্যা

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে ফনিক মিয়া (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ের ফরিদ মিয়ার ছেলে।

জানা গেছে, ২০ জুন দুপুর ১২টার দিকে ফরিদ মিয়ার নিজ ঘরে ছেলে ফনিকের গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে আত্মহত্যা মনে হলে সুরতহাল করে পরিবারকে বুঝিয়ে দেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায় নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, দেখে মনে হয়েছে ছেলেটি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশটি দাফনের জন্য বলা হয়েছে।